আচমকা অনুরাগ কাশ্যপের টুইটার ফলোয়ারের সংখ্যায় ঘাটতি

দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে তোলপাড় চলছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ। প্রথম থেকেই টুইটে মাঝে মধ্যেই মোদী সরকারের কাজের সমালোচনা করেন তিনি।  আচমকাই তাঁর টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার থেকে কমে ৭৫ হাজার হয়ে গিয়েছে। পরিচালক তাঁর টুইটে টুইটার অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করে এই ঘটনা জানান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায়ও বিষয়টির সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অনুরাগের ফলোয়ারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। অনেকেই আবার এই ঘটনায় হতাশ হয়েছেন। যদিও পরে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২.২ হাজার।