আন্দোলনে শামিল হওয়ায় সিদ্ধার্থ ও টিএম কৃষ্ণ-এর বিরুদ্ধে এফআইআর

মুম্বইয়ের ক্রান্তি ময়দানে বহু বলিউড সেলিব্রিটি CAA’র বিরুদ্ধে আন্দোলনে শামিল হন। সেদিনই আন্দোলন হয় চেন্নাইয়েও। সেই আন্দোলনে শামিল হয়েছিলেন তামিল অভিনেতা সিদ্ধার্থ ও গায়ক টিএম কৃষ্ণ। তারপরই তাঁদের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। প্রায় ৬০০ জনের সঙ্গে প্রতিবাদ দেখান তাঁরা। ভাল্লুভার কোট্টামে বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদের নামে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম দিন থেকেই সরব হয়েছেন সিদ্ধার্থ। তার উপর জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন তিনি। টুইটারে তিনি লেখেন, গেরুয়া শিবিরে কে কৃষ্ণ আর কে অর্জুন, তা তিনি জানেন না। শুধু প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই জানেন কৃষ্ণ কে, আর অর্জুনই বা কে। কিন্তু যে যাই হোন, তাঁরা কৃষ্ণ বা অর্জুন নন, ‘শকুনি ও দুর্যোধন’। এ নিয়ে সিদ্ধার্থকে নেটিজেনদের সমালোচনার মুখোমুখিও হতে হয়। কিন্তু তাতে তিনি আন্দোলন থেকে কোনওভেবেই পিছ পা হননি। তিনি তাঁর আন্দোলন চালিয়ে গিয়েছেন।  টুইটারে তিনি CAA’র বিরুদ্ধে গর্জে ওঠার আবেদন জানিয়েছেন সকলকে।