আফগানি রাষ্ট্রদূতের রোষের মুখে ‘পানিপথ’

‘পানিপথ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা রকম বিতর্ক। বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিক্রিয়া। এবার আপত্তি তুলেছেন প্রাক্তন আফগানি রাষ্ট্রদূত। ড. সাইদা আবদালি একসময় আফগানিস্তানের দূত হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন। টুইটারে তিনি নিজের আপত্তির কথা জানিয়েছেন। সঞ্জয় দত্তকে উল্লেখ করে আহমেদ শাহ টুইট করেছেন, ভারত ও আফগানিস্তানের সম্পর্কের কথা মাথায় রেখে ছবিটি করা হবে বলে তিনি ভেবেছিলেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি বানানোর সময় সেগুলি বিবেচনা করা হয়নি বলে টুইটে আক্ষেপ প্রকাশ করেন তিনি। ছবিতে আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছবি ‘পানিপথ’। এই যুদ্ধ হয়েছিল আফগানিস্তানের সুলতান আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। ১৭৬১ সালের ১৪ জানুয়ারি শুরু হয়েছিল যুদ্ধ। বহুদিন তা চলেছিল। ঠান্ডা মাথায় যুদ্ধের পরদিনই প্রায় ৪০ হাজার বন্দি মারাঠা সেনাকে জবাই করেছিলেন আফগানি সুলতান। আশুতোষ গোয়ারিকরের ছবিতেও সুলতানকে খুব ভয়ঙ্কর ও নির্মমভাবে দেখানো হয়েছে। বর্তমানে ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত তাহির কাদরি বলেছেন, এই নিয়ে তাঁদের তরফে ভারতের অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। আফগানদের উদ্বেগের কথাও বলা হয়েছে তাঁদের। এও জানা গিয়েছে, আফগানিস্তানের তরফে পরিচালককে ই-মেল পাঠানো হয়েছিল। জানানো হয়েছিল, ছবির গল্প যেন তিনি তাঁদের বলেন। কিন্তু পরিচালক তা করেননি বলে অভিযোগ। এমনকী আশুতোষ গোয়ারিকরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানান আফগান দূতাবাসের সংস্কৃতিক বিভাগের অফিসার আজমল আলামজাই। যদিও এ নিয়ে আশুতোষ গোয়ারিকরের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।