আবারও ডান্স স্টেপে তাল মেলাতে আসছেন বরুণ-শ্রদ্ধা

কালো হুডি পরে বরুণ ধাওয়ানের মুখের গভীর অভিব্যক্তি নজর কাড়লো নেটিজনেদের। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘বুম, ট্রেলার আসছে ১৮ ডিসেম্বর। আর সাত রাতের অপেক্ষা।’ এই ভাবেই বরুণ প্রকাশ্যে আনলেন তাঁর   পরবর্তী ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র প্রথম পোস্টার। একই সঙ্গে জানালেন সাত দিন পরেই আসছে ছবির ট্রেলার। ABCD ফ্রাঞ্চাইজের তৃতীয় ছবি Street Dancer 3D।  এই ছবিতে আবারও এক সঙ্গে দেখা যাবে বরুণ শ্রদ্ধা কাপুরকে। এর আগে ABCD-তে তাঁদের প্রথম দেখা গিয়েছিল রেমোর ডান্স স্টেপে তাল মেলাতে। এই নিয়ে দ্বিতীয় বার একসঙ্গে কাজ করতে চলেছেন শ্রদ্ধা ও বরুণ। রেমো ডি’সুজার সঙ্গেও এটি তাঁদের দ্বিতীয় ছবি। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন শ্রদ্ধা ও বরুণ। শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘যুদ্ধ এবার শুরু হল’। পোস্টারে শ্রদ্ধাকে ব্যাক ফ্লিপ করতে এবং বরুণকে হাওয়ায় ফুল স্প্লিট করতে দেখা যাচ্ছে। অন্য পোস্টারটিতে বরুণের কাঁধে পোজ করতে দেখা যাচ্ছে শ্রদ্ধাকে। প্রভু দেবার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন বরুণ ধাওয়ান। ২৪ জানুয়ারী ২০২০ মুক্তি পেতে চলেছে Street Dancer 3D। ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে পাকিস্তানের নৃত্যশিল্পীর ভূমিকায়। অন্যদিকে বরুণ পঞ্জাবের নৃত্যশিল্পী রূপে পর্দায় হাজির হবেন।