আবার বাংলায় ফিরছেন মিঠুন

বাংলার ছোট পর্দার রিয়্যালিটি শোয়ে আবার ফিরে এলেন মিঠুন চক্রবর্তী। স্টার জলসার এই নাচের রিয়্যালিটি শোয়ের নাম ‘‌ডান্স ডান্স জুনিয়র’‌। আর এই শোয়ের প্রধান বিচারকের ভূমিকার মধ্যে দিয়েই আবার বাংলা টেলিভিশনে ফিরলেন মিঠুন চক্রবর্তী। এর মধ্যেই শুরু হয়ে গেছে এই ডান্স রিয়্যালিটি শোয়ের প্রোমোর সম্প্রচার। যেখানে তিনি বলছেন, ‘‌ডান্সিং যাদের প্রাণ, বাংলার সেই খুদে ট্যালেন্টদের খুঁজে নিতে আসছি আমি।’‌
দীর্ঘদিন যাবৎ বাংলা ও ভারতের বড়পর্দা ও ছোটপর্দার দর্শকদের সামনে আসেননি তিনি। অসুস্থতাই এর প্রধান কারণ। পিঠের ব্যাথার জন্য বিদেশেও চিকিৎসা করিয়ে আসেন তিনি। এখন তিনি পুরোপুরি সুস্থ। সুস্থতার পর তিনি অভিনয় করেছেন ‘‌দ্য তাসখন্দ ফাইলে’‌। এটাই তাঁর সাম্প্রতিক অভিনীত ছবি।