আর একা থাকলেন না ইমা স্টোন

এনগেজমেন্ট পর্ব সেরে ফেললেন লা লা ল্যান্ডের নায়িকা ইমা স্টোন এবং ডেভ ম্যাককারি। গত দুবছর ধরে এই যুগল সম্পর্কে আবদ্ধ ছিলেন। এবার শুধু বিয়ের পালা। স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে দুজনের দেখা হয়। সেখানে ইমা ছিলেন সঞ্চালক ও অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ডেভ। এরপর ওয়েলস ফর বয়েজের সময় ইমা আর ডেভের সম্পর্ক আরও গভীর হয়। মঙ্গলবার সকালেই দুজনের সুন্দর ছবি পোস্ট করেন ইমার ফিয়ন্সে ডেভ ম্যাককারি। ৩৪ বছরের ডেভ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে। যেখানে দুজনেই অত্যন্ত খুশি। ছবিতে দেখা গিয়েছে ইমার আঙ্গুলে জ্বলজ্বল করছে এলগেজমেন্ট রিং। শনিবার নিজেদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মাঝে রিং অদলবদল করেন তাঁরা। অফিশিয়ালি ইমা স্টোনও আর সিঙ্গল থাকলেন না।

View this post on Instagram

💕

A post shared by @ davemccary on