আলি আব্বাসের সঙ্গে হাতে মেলালেন কিং খান

দীর্ঘ এক বছরের অবসর নিয়েছেন কিং খান। আগামী কোন সিনেমা আসতে চলেছে তাঁর তা জানার জন্য উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা। শোনা যাচ্ছে, এতদিন যে ধরণের চিত্রনাট্যের জন্যে অপেক্ষা করছিলেন শাহরুখ খান, অবশেষে তেমনই একটি অফার তাঁর কাছে নিয়ে হাজির হয়েছেন আলি আব্বাস। আলি আব্বাসের কাজের প্রশংসা সব সময়েই করেছেন শাহরুখ। তাঁর মতে আলির ছবিতে অ্যাকশন আর ইমোশনের সঠিক ব্যালেন্স থাকে সব সময়েই। আর পরিচালক হিসেবে শাহরুখের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছা আলি আব্বাসেরও। যদিও এই ছবি নিয়ে এখনও মুখ খোলেননি শাহরুখ বা আলি কেউই। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী বছরই মুক্তি পাবে মেগা বাজেটের এই ছবি। মাঝে শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহকে। কিছুদিন পর আবার শোনা গেল যে রাজকুমার হিরানির পরবর্তী ছবির কাজ শুরু করেছেন শাহরুখ। তবে কোনও গুঞ্জনই দীর্ঘস্থায়ী হয়নি। এবারে আলি আব্বাস জাফরের শাহরুখ খানের জুটি বাঁধার এই খবর কতোটা বাস্তব তা সময়ই বলবে।