আসন্ন সিনেমার তালিকা প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

টুইটারে নিজের আসন্ন সিনেমার রিলিড ডেট শেয়ার করলেন অমিতাভ বচ্চন। টিভি কমার্শিয়াল ও শোয়ের পাশাপাশি সিনেমার শ্যুটিংও চালিয়ে যাচ্ছেন তিনি। শরীরিক অসুস্থতাকে সঙ্গী করেই কাজের মধ্যে ডুব দিয়েছেন বিগ বি। সদ্য মুক্তি পেয়েছে মারাঠি পরিচালকের ঝুন্ড সিনেমার টিজার ও পোস্টার। এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ঝুন্ডের টিজার যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে তা বলাই বাহুল্য। নেটে ঝুন্ড নিয়ে মাতামাতি চোখে পড়ার মতো। অনেকেই বলেছেন, ‘প্রথম দিন প্রথম শো দেখার ইচ্ছা রয়েছে।’ ঝুন্ডের পাশাপাশি চেহরে সিনেমাতেও দেখা যাবে অমিতাভকে। সিনেমায় রয়েছেন ইমরান হাসমি। তবে এটি রিলিজ হওয়ার কথা ছিল চলতি বছরের শেষের দিকে। কিন্তু সেই এগিয়ে এসে মুক্তি পাবে জুলাইয়ে। শুধু তাই নয়, সুজিত সরকারের গুলাবও সিতাবও সিনেমাতেও আয়ুষ্মান খুরানার পাশে দেখা যাবে ৭৭ বছর বয়সি এই বিশিষ্ট অভিনেতাকে।