গত ২১ আগস্ট থেকে শিলিগুড়ি শহরে শুরু হয়েছে গ্লোবাল সিনেমা ফেস্টিভাল। ইতিমধ্যেই গ্লোবাল সিনেমা ফেস্টিভাল করেই তাক লাগিয়ে দিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। তবে শুধু ফেস্টিভালে আটকে না থেকে আয়োজকদের তরফে আরও গুরুত্বপূর্ণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) ফিল্ম মেকিং ডেস্টিনেশন হিসেবে উত্তরের পাহাড়–জঙ্গলকে সামনে আনতে চায় । শুধুমাত্র টলিউড নয়, গোটা দেশের ফিল্ম মেকিং ডেস্টিনেশন হিসেবে এবার উত্তরবঙ্গকে তুলে ধরার উদ্যোগ শুরু হল। সেই জন্য ফেস্টিভাল চলাকালীন দেশ–বিদেশের ৩৫ জন সিনেমা পরিচালককে তিনদিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গের মনকাড়া সব জায়গায়। কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যেখানে অনায়াসে জাতীয় মানের সিনেমার শুটিংও করা সম্ভব, সে রকম বেশ কিছু জায়গায় তাঁদের ঘোরানো হবে বলে জানালেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসান। একই কথা বললেন উৎসবের মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন উপস্থিত ছিলেন গার্গী রায়চৌধুরী, স্বস্তিকা মুখার্জি, রজতাভ দত্ত, অন্তরা–সহ অনেকে। স্পট দেখানোর পাশাপাশি পরিচালকদের আগ্রহী করে তোলা হবে, যাতে তাঁরা ভবিষ্যতে শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে আসেন। এফএফআই-এর সভাপতি জানান, গোটা দেশে মাত্র ৮০০০ সিনেমা হল আছে। কিন্তু আমরা এই সংখ্যাটাকে ৩০ হাজারে নিয়ে যেতে চাই। বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলে সেখানে মাল্টিপ্লেক্সের ধাঁচে মিনিপ্লেক্স গড়ার ভাবনা রয়েছে। যেখানে ৭০–৮০টি আসন থাকবে। এতে সব সিনেমা পরিচালক তাঁর সিনেমা দেখানোর একটা জায়গা পাবেন। এদিন উৎসবে ‘মুখোমুখি’, আহারে, ৫ রুপাইয়া–সহ ৯টি সিনেমা দেখানো হয়।