ঋদ্ধি-র নায়িকা শুভশ্রী

বিয়ের পর টানা এক বছরের বিরতি নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবছর স্বামী রাজ চক্রবর্তীর ছবি পরিণীতা দিয়েই কামব্যাক করেন তিনি। রাজের পরবর্তী ছবি ধর্মযুদ্ধতেও তিনি রয়েছেন। বিরতির একবছর শুভশ্রী নিজেকে নানা ভাবে গ্রুম করেছেন। তার প্রমাণ অবশ্য পাওয়া গিয়েছে পরিণীতা ছবিতে। এতদিন তাঁকে দর্শক যেভাবে পেয়ে এসেছেন তার তুলনায় একেবারেই অন্যরকম ছিল শুভশ্রীর মেহুলের চরিত্র। ধর্মযুদ্ধের ফার্স্ট লুক পোস্টারেও চিরাচরিত গ্ল্যামারাস শুভশ্রী নন, একেবারে ডি-গ্ল্যাম লুকেই দেখা যাবে তাঁকে। সূত্রের খবর অনুযায়ী রাজনৈতিক প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে এই ছবি। চিরাচরিত বাণিজ্যিক ছবি নয়, বরং অন্যধারার ছবি বেছে নিচ্ছেন শুভশ্রী। আরও একটি নতুন ছবির ঘোষণা করলেন তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরবর্তী ছবি বিসমিল্লা-তে একটি প্রধান চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শুভশ্রী তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। খবর সামনে আসতেই বয়ে যায় শুভেচ্ছার বন্যা। শুভশ্রী ছাড়াও এই ছবিতে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋদ্ধি সেন। শোনা যাচ্ছে ঋদ্ধির বিপরীতেই দেখা যাবে শুভশ্রীকে। নতুন বছরেই শুরু হবে এই ছবির শ্যুটিং।

View this post on Instagram

#Bismillah

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on