ঋষি কাপুরের ধনতেরসের শুভেচ্ছায় সোনায় মোড়া বাপ্পি লাহিড়ি

ধনতেরসের শুভ মূহুর্তে সোশ্যাল মিডিয়া ভড়ে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। বলিউড তারকারাও জানিয়েছেন ধনতেরসের শুভেচ্ছা। তবে সবার শুভেচ্ছাবার্তাকে ছাপিয়ে গেল প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের ট্যুইট। সুরকার বাপ্পি লাহিড়ির সোনার প্রতি বিশেষ প্রেমের কথা সকলেরই জানা। ধনতেরসের শুভেচ্ছায় সেই গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ির ছবি দিয়েই শুভেচ্ছা জানালেন ঋষি কাপুর। ছবিটির ক্যাপশনে ঋষি লিখেছেন, “আমার বন্ধু বাপ্পি লাহিড়ি”।