এবার পর্দায় প্রসেনজিৎ-জয়া জুটি!

‘ময়ূরাক্ষী’র পর ফের পরিচালক অতনু ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, পরিচালক অতনু ঘোষের আগামী ছবিতে এই অভিনেতা সঙ্গে জুটি বাঁধবেন জনপ্রিয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবকিছু ঠিক থাকলে এই প্রথমবারের জন্য বাংলা ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে জুটি বাঁধবেন জয়া আহসান।