এবার ভিলেনের চরিত্রে অভয় দেওল

এবার ভিলেনের চরিত্রে দেখা যাবে অভয় দেওলকে। হ্যাঁ সত্যি কথা। ইন্সটাগ্রাম নিজের আসন্ন ছবি নিয়ে মুখ খোলেন এই অভিনেতা।  আসন্ন তামিল ছবি দ্য হিরো-তে ভিলেনে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইন্সটাগ্রামে তাঁরই একটা লুক পোস্ট করে তিনি বলেছেন, ‘দ্য হিরোর সেটে, আমি যখন ভিলেন।’  পরিচালক পিএস মিথরনের এই ছবির শ্যুটিংয়ের অনেক ছবিই তিনি নিজের প্রোফাইলে পোস্ট করেছেন।