এ কোন অবতারে রীতেশ!

নয়া অবতারে সকলকে চমকে দিলেন বলিউডের অন্যতম অভিনেতা রীতেশ দেশমুখ। তাঁর এই লুক রীতিমতো নেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। রীতেশের নতুন চমকে চমকিত হয়ে নেটিজেনরা তাঁকে একটি নতুন নাম পর্যন্তও দিয়েছেন। মহারাষ্ট্রিয়ান ক্রিশ ব্রাউন! নিজের নতুন লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রীতেশ। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের একটি টিশার্ট পরে রীতেশের চোখে রয়েছেন একটি নীল গ্লাস। প্ল্যাটিনাম ব্লন্ডি চুল আর কালো-সাদা দাঁড়িতে মাত করলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, আন্দার কা বাঘী..। কমেন্ট বক্সে তাঁর এই নয়া লুকে কাত অভিষেক বচ্চন থেকে করণ জোহর।

View this post on Instagram

अंदर का बाग़ी

A post shared by Riteish Deshmukh (@riteishd) on