এ বার বর্ষায় নকশাদার গামবুটস ফ্যাশনে ‘ইন’

বর্ষায় দেদার বিকোচ্ছে গামবুটস। কলেজ হোক বা বন্ধুমহলে আড্ডা, অফিস হোক বা কিটি পার্টি, গামবুটস এই বর্ষায় ফ্যাশনে ‘ইন’। জুতো তৈরির বিভিন্ন সংস্থা বাজারের এই চাহিদার কথা ভেবে নানা ধরনের গামবুটস এনেছেন বাজারে।