ঐন্দ্রিলাকে চুম্বন অঙ্কুশের

অঙ্কুশ আবারও প্রমাণ করলেন, কোনও গুজবে কান দেন না তিনি। অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত। ‘ফাগুন বউ’ ধারাবাহিকের পর থেকেই ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে একটা সম্পর্কের গুজব তৈরি হয়েছিল। মাঝে বেশ গুঞ্জন উঠেছিল যে, একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের মধ্যে। তবে সেই সব রটনায় জল ঢেলে দিলেন অঙ্কুশ। দীপাবলির দিনে নিজের কাছের মানুষদের সঙ্গেই সময় কাটালেন অঙ্কুশ। সেই মুহুর্তের কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। একটি ছবিতে ঐন্দ্রিলার গালে চুম্বন দিতে দেখা যাচ্ছে অঙ্কুশকে। সঙ্গে ক্যাপশনে লেখা, “ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোটাই সব…”। অন্যদিকে আরও একটি ছবিতে অঙ্কুশ ফানুশ ওড়াচ্ছেন বিক্রম ও অনীকের সঙ্গে। ক্যাপশনে লেখা “#friendsforever”…। এই ছবি থেকেই পরিষ্কার অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কে আজও অটুট ভালোবাসা।

View this post on Instagram

#happydiwali #friendsforever

A post shared by Ankush (@ankush.official) on