ওজন কমানোর কঠিন পরীক্ষার মুখোমুখি কঙ্গনা

এবছর ২০ জুন মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘থালাইভি’। যেখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘থালাইভি’। ইতিমধ্যেই ছবির এক ভাগের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এই ছবির জন্য এক ধাক্কায় ২০ কেজি ওজন বাড়াতে হয় কঙ্গনাকে। যদিও এই বাড়তি ২০ কেজি ওজন আবার দু’মাসের মধ্যেই ঝরিয়ে ফেলতে হবে তাঁকে। কঙ্গনার আগামী ছবি ‘ধাকড়’ এবং ‘তেজস’-এর জন্যেই ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে যেতে হবে তাঁকে। টুইট করে একথা জানান কঙ্গনার দিদি তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল। তাঁর শেয়ার করা কঙ্গনার দুই রকম ছবির একটিতে তাঁর থালাইভি লুক, অন্যটিতে তাঁর মডেলিং-এর লুক দেখা যাচ্ছে। রঙ্গোলি লিখেছেন, ”আর কিছু শেষ মুহূর্তের কাজ বাকি, আর থালাইভি কঙ্গনা ইতিমধ্যেই ২০ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন। আবার দুমাস পরেই শুরু হবে ধাকড়-এর শ্যুটিং। যার জন্য আবার কঙ্গনাকে ২০ কেজি ওজন ঝড়িয়ে ফেলতেও হবে। এবার দেখা যাক, কঙ্গনার মুখের অবস্থা ঠিক কী হতে চলেছে। একটা ছবিতে কঙ্গনার থালাইভি চেহারা দেখা যাচ্ছে। অন্যটিতে আবার দেখা যাবে কঙ্গনার সেই গ্ল্যামারাস লুক।” কঙ্গনা নিজেও তাঁর জিমের ট্রেনার যোগেশের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর ওজন ৫২ কেজি থেকে বেড়ে প্রায় ৭১ কেজি হয়ে গিয়েছে। তবে কঙ্গনার জিম ট্রেনার তাঁকে কথাও দিচ্ছেন, ২ মাসে তিনি আবারও তাঁর পরবর্তী ছবির জন্য ওজন কমিয়েও নিতে পারবেন।