কনের সাজে মিমি, জোর গুঞ্জন

প্রিয় বান্ধবী নুসরতের বিয়ের পরেই নাকি তাঁর পালা। এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল মিমি চক্রবর্তীর ব্যাপারে। তবে সে সব গুঞ্জনে অবশ্য কান না দিয়ে নিজের কাজেই ব্যস্ত থেকেছেন মিমি। কিন্তু সেই গুঞ্জনকে এবার উস্কে দিলেন তিনি নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন মিমি ৷ যেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজে সেজেছেন মিমি ৷ আর সেই ছবি দেখেই আবারও শুরু হয়েছে মিমির বিয়ে নিয়ে শোরগোল। নুসরতের বিয়ের পর শোনা গিয়েছিল প্রাণের বন্ধুর বিয়েতে তুরস্ক গিয়ে মোটামুটি বিয়েটা পাকাই করে এসেছেন মিমি ৷ তাঁর প্রিয় মানুষটিও নাকি তুরস্কেই রয়েছে! তবে হঠাত করে কনের সাজে কেন মিমি? তবে কি এবার তাঁর বিয়ের ফুল ফুটেই গেল?

View this post on Instagram

🌚🌪🌓

A post shared by Mimi (@mimichakraborty) on