কন্যাহারা হলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা ৷  দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গতকাল রাত ২টো নাগাদ  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। ২০১০ সালে ব্যবসায়ী ডিকি সিনহার সঙ্গে পায়েলের বিয়ে হয়েছিল।  জানা যাচ্ছে ছোট থেকেই ডায়াবেটিক ছিলেন পায়েল। ২০১৭ সালের এপ্রিল মাস থেকে জুভেনাইল ডায়াবিটিসের কারণে বার বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত বছর বেশ কিছু দিন কোমায় আচ্ছন্ন হয়েছিলেন পায়েল । ২০১৮ সালের এপ্রিলে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান স্বামী ডিকি সিনহা। যদিও বাড়িতে আনার পর থেকে পায়েলের মানসিক চিকিৎসা বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়৷ এরপর মা মৌসুমি চট্টোপাধ্যায় এবং বাবা জয়ন্ত মুখোপাধ্যায় বম্বে হাইকোর্টে অভিযোগও দায়ের করেন, যে তাঁর মেয়ের সাইকোথেরাপি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছেন ডিকি। এমনকি পায়েলের যথাযথ চিকিৎসাও করানো হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল। যদিও পায়েলের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মৌসুমী চট্টোপাধ্যায় এবং স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। মৌসুমি-কন্যার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে৷ অভিনেতা তুষার কাপুর টুইটারের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। লিখেছেন, “পায়েল চ্যাটার্জির মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত। ছোটোবেলা থেকে দেখছি আমি ওঁকে। মৌসুমী চ্যাটার্জি ও ওঁর পরিবারকে আমার সহানুভূতি।” করণভীর বোহরাও টুইট করে মৌসুমি চট্টোপাধ্যায় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।