কবে মুক্তি পেতে চলেছে ‘বান্টি অর বাবলি ২’

১১ বছর পর নতুন প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘বান্টি অর বাবলি’। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল বক্স অফিসে সাড়া জাগানো ছবি ‘বান্টি অর বাবলি’। সেখানে জুটিতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে। তাঁদের জুটি দর্শকের মন জয় করলেও সিক্যুয়েলে অভিষেকের পরিবর্তে দেখা যাবে সইফ আলি খানকে। সইফ এবং রানি মুখোপাধ্য়ায় ছাড়াও এই ছবিতে রয়েছে ‘গাল্লি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ওয়েব সিরিজ ‘দ্যা ফরগোটেন আর্মি’-র শর্বরী। প্রসঙ্গত এই সিনেমা দিয়েই বলিউড ডেবিউ হবে শর্বরীর। এবারে দেখা যাবে এক জোড়া বান্টি বাবলির কারনামা। এই ছবি প্রসঙ্গে রানি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ‘বান্টি অউর বাবলি দর্শকের এতটাই ভালোবাসা পেয়েছিল যে এর সিক্যুয়েল বানানোর ভাবনা আসে। বান্টি এবং বাবলির চরিত্রের জন্যে আমার ও অভিষেকের কাছে অফার এসেছিল। কিন্তু অভিষেক কিছু কারণের জন্যে এই ছবিতে কাজ করতে পারছে না। ওকে আমরা সবাই খুব মিস করব। একই সঙ্গে টিম হিসেবে আমরা খুব খুশি যে সইফ আমাদের সঙ্গে থাকছে। ওর সঙ্গে কাজ করার দারুণ স্মৃতি রয়েছে আমার। ‘বান্টি অর বাবলি ২’-এ আশা করছি আমরা নতুন কিছু উপহার দিতে পারব দর্শকদের। আশা করি দর্শকরাও তাঁদের ভালোবাসা এই ছবিকে দেবেন।’ নতুন ‘বান্টি অর বাবলি’-র পরিচালনার দায়িত্বে আছেন নবাগত বরুণ শর্মা। আগামী ২৬ জুন মুক্তি পেতে চলেছে এই সিনেমা।