করণের পার্টিতে মাদক সেবন করেছিলেন রণবীর, দীপিকা, মালাইকা, ভিকিরা, অভিযোগ বিধায়কের

করণ জোহরের বাড়িতে আয়োজিত পার্টিতে মাদকাসক্ত ছিলেন দীপিকা, রণবীর, মালাইকা, ভিকি কৌশলরা। সম্প্রতি এমনই গুরুতর অভিযোগ তুলেছেন আকালি দলের বিধায়ক মনজিনদর সিং সিরসা। ‘উড়তা বলিউড’ ক্যাপশান দিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে করণ জোহরের বাড়ির পার্টির সেই ভিডিয়ো পোস্ট করেন তিনি।