করিনার ক্রিসমাস পার্টিতে হাজির কারা!

বড়দিনের আনন্দে মেতে উঠেছে সকলেই। ক্রিশমাস সেলিব্রেশনে মেতেছে বলি পাড়াও। বি-টাউনের বন্ধুদের নিয়ে বড়দিনের উৎসব পালন করলেন নবাব পত্নী করিনা কাপুর খান।  করণ জোহার, মালাইকা আরোরা, আলিয়া ভাট, অর্জুন কাপুর, রণবীর কাপুর, সঞ্জয় কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অমৃতা আরোরা, আয়ান মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই হাজির ছিলেন সইফ ঘরনীর এই ক্রিসমাস পার্টিতে। পার্টির বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ জোহার, করিনা। মঙ্গলবার শেষরাত পর্যন্ত চলে এই পার্টি।

View this post on Instagram

Christmas Nights 🎄🎄

A post shared by Sanjay Kapoor (@sanjaykapoor2500) on

https://www.instagram.com/p/B6fBtF0nnXo/?utm_source=ig_web_copy_link