করোনার প্রভাবে বাতিল করা হল বিশ্বের বহু চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান

গোটা বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্কে থরহরিকম্প অবস্থা।  করোনার প্রভাব গিয়ে পড়ল  বিশ্বের চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। ইতিমধ্যেই বেশ কিছু উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শুধু ফিল্ম ফেস্টিভ্যাল বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান নয়, এই ভাইরাস সচেতনতা থেকে হলিউডসহ পুরো বিশ্বের অনেক সিনেমার মুক্তি পিছিয়ে গিয়েছে এবং শুটিংও বন্ধ রাখা হয়েছে। সবার পক্ষ থেকে জানানো হয় আশঙ্কা কাটিয়ে উঠার পর আবারো স্বাভাবিক হবে সবকিছু। গত বছরের ডিসেম্বর মাসেই চীনের উহানে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভাইরাসটির কারণে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন শুধু চীনেই। চীনে মহামারি আকারের কারণে পিছিয়ে দেওয়া হল ১০ম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাঁকজমকপূর্ণ ১০ম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। এই উৎসবে আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী ও দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবং একইসাথে বেইজিংয়ে সামগ্রিকভাবে শহরটিতে মহামারি প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে উৎসবটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীতে উৎসবটি কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করা হয়নি। আয়োজকরা এদিন বিবৃতিতে বলেন, ‘অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ায় আপনাদের অসুবিধা হওয়ায় আমরা ক্ষমাপ্রার্থী। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উৎসবের পরবর্তিত নতুন তারিখ ঘোষণা করব।’ চলতি মাসেই মধ্যপ্রদেশের ভোপালে বলিউডের অস্কারখ্যাত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘আইফা’র ২১ তম আসর বসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই আসরও বাতিল করে দেওয়া হল। ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক অনুরাগী ও সকল মানুষের স্বাস্থ্য-সুরক্ষার কথা বিবেচনা করে এবং মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করে আইফা কর্তৃপক্ষ ‘আইফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বদের সম্মিলিত সিদ্ধান্তেই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইফা কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে তারা। এরইমধ্যে আইফা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই পুরস্কারপ্রাপ্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। পরবর্তীতে কবে এই অনুষ্ঠান হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। এছাড়াও চলতি মাসের ১৩ থেকে ২২ মার্চ পর্যন্ত টেক্সাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সাউথ বাই সাউথইস্ট মিউজিক এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এবারের আয়োজন বাতিল ঘোষণা করা হল। টেক্সাসের অস্টিন সিটি মেয়র ঘোষণা করেছেন সকল ধরণের লোক সমাগম অনুষ্ঠান স্থগিত রাখার জন্য। এই ফিল্ম ফেস্টিভ্যালের কর্তৃপক্ষ সেই নির্দেশে এই আয়োজন বন্ধের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *