করোনা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ইতালিতে ঘরবন্দি বলিউড গায়িকা শ্বেতা

পরপর কয়েক মাস ইতালিতে ঘরবন্দি হয়ে আছেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্বেতা পণ্ডিত। সেখানকার অবস্থা নিয়ে ফের মুখ খুললেন গায়িকা। এই রোগ ইতালিতে মারণ থাবা বসিয়েছে, তা দেখলে যে কোনও মানুষকে শিউরে উঠতে হয় বলেও মন্তব্য করেন তিনি। ইতালির টাস্কানিতে শ্বশুরবাড়ি শ্বেতার। আর সেখানেই স্বামী ইভানো ফুসির সঙ্গে ঘরে বন্দি রয়েছেন তিনি। হোলির সময় ভারতে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন শ্বেতা। কিন্তু তখন ইতালির যা অবস্থা, তাতে ঘর খেকে বের হওয়ার সাহস দেখাননি তাঁরা। শুধু তাই নয়, তাঁদের মাধ্যমে এই রোগ যাতে ভারতে গিয়ে আর না ছড়াতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত তিনি বাতিল করেন। করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে কারও সর্দি, কাশি, জ্বর হলে তিনি যতক্ষণে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন, ততক্ষণে তাঁকে আইসিইউ-তে ভর্তি করার সময় এসে যায়। অক্সিজেন দিতে হয়। তিনি জানান, ১০০০ বা ২০০০ নয়, করোনা ভাইরাসের সংক্রমণের জেরে ইতালিতে কমপক্ষে ৮০০০ মানুষের মৃত্যু হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসে এখানে। যা সব সময় সহ্য করা যায় না। তিনি এবং তাঁর স্বামী বাড়িতে রয়েছেন বলেই এখনও সুস্থ থাকতে পারছেন। শ্বেতা আরও বলেন, ইতালি সরকার যখন থেকে লকডাউন ঘোষণা করে, তার অনেক আগে থেকেই ঘরে বন্দি রয়েছেন তাঁরা। ফলে এই রোগ হলে, কতটা ভয়াবহ অবস্থায় মানুষ পৌঁছে যেতে পারেন, তা নিজের চোখে প্রত্যক্ষ করতে শুরু করেছেন বলেও জানান বলিউডের এই জনপ্রিয় গায়িকা।