করোনা  মোকাবিলায় ত্রাণ তহবিলে ৪কোটি টাকা অর্থ সাহায্য করলেন প্রভাস

করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনার থাবা থেকে দেশের মানুষকে রক্ষা করতে ঘরে থাকার পথ বেছে নেওয়া হয়েছে। গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। ঘরবন্দি হয়ে আছেন সাধারন মানুষ থেকে তারকা সকলেই। এমনই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নেমেছে ধ্বস। একাধিক হাসপাতাল, ডাক্তার, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক আর্থিক সাহায্যের কথাও। সাধারণ মানুষকে ঘরে রাখতে পৌঁচ্ছে দেওয়া হচ্ছে খাবার, বাড়ানো হয়েছে ভাতা। ডাক্তারদের দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিমাও। রাস্তায় থাকা মানুষের পাশেও দাঁড়িয়েছে সরকার। ব্যাঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক ছাড়। এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে এগিয়ে এলেন দক্ষিণি ছবির সুপারস্টারেরা। দু’হাত খুলে সরকারের তহবিলে অর্থ সাহায্যে করলেন অনেকেই। সম্প্রতি চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্ট। সেখানেই এবার সাধ্য মত অর্থ সাহায্য করে চলেছেন তারকারা। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করেছেন ‘বাহুবলী’ প্রভাস। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছেন। এছাড়া তেলেঙ্গানা ও অন্ধ্র সরকারকেও ৫০ লক্ষ টাকা করে দান করেছেন প্রভাস। ইউরোপ থেকে ফিরে আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি ‘বাহুবলী’।