করোনো-কে ছন্দে বাঁধলেন বিগ বি, সফর বাতিল হৃত্বিক-সলমানের

গোটা বিশ্বে করোনাকে যখন মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সময় সাধারণ মানুষের পাশাপাশি সতর্ক সেলেবরাও। নাওমি ক্যাম্পবেল থেকে সলমান খান, হৃত্বিক রোশন করোনা আতঙ্কে বিদেশ সফর বাতিল করছেন তাবড় তারকারা। হৃত্বিক রোশন তাঁর সমস্ত কাজ ও কনসার্ট বাতিল করে দিয়েছেন।প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল থেকে ৯ দিনের জন্যে তাঁর মার্কিন সফরে যাওয়ার কথা ছিল।  শিকাগো, নিউ জার্সি, ডালাস, স্যান হোসে, ওয়াশিংটন এবং অ্যাটলান্টায় পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, হৃত্বিক ও তাঁর টিম শো অর্গানাইজারদের সঙ্গে নতুন তারিখ নিয়ে আলোচনা করছেন। হৃত্বিকের মতোই সলমান খানেরও মার্কিন সফরের আপাতত স্থগিত করা হল। প্রতি বছর সোহেল খানের উদ্যোগে আমেরিকা এবং কানাডায় শো করেন সলমান খান। এবারও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। অ্যাটলান্টা, নিউ জার্সি, ডেট্রয়েট, বস্টন, টোরোন্টো, ডালাস, হিউস্টন, স্যান হোসে এবং সিয়াটেলের বিভিন্ন জায়গায় আগামী ৩ থেকে ১২ এপ্রিল শো করার কথা ছিল তাঁর। সলমান খানের টিমের তরফে শো বাতিলের খবর নিশ্চিত করা হয়েছে। করোনা আতঙ্ক নিয়ে এবার সাধারণ মানুষকে সতর্ক করলেন অমিতাভ বচ্চন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি কবিতা শেয়ার করেন অমিতাভ। যেখানে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি করেছেন বিগ বি। ওই কবিতার মাধ্যমেই তিনি জানিয়েছেন, সাবান দিয়ে হাত ধুয়ে তবেই কাউকে স্পর্শ করা উচিত। করোনা যেভাবে থাবা বসিয়েছে, তাতে সরকারি নির্দেশিকা মেনেই প্রত্যেকের চলা উচিত বলেও পরামর্শ দেন অমিতাভ বচ্চন।