২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। শেষ মুহূর্তে জানা গেল তিনি আসছেন না কলকাতায়। শরীর খারাপ থাকায় এবারে আর আসতেই পারলেন না কলকাতার জামাইবাবু। তিনি অমিতাভ বচ্চন। এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় জানান, বৃহস্পতিবার রাত থেকেই অমিতাভ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের পরামর্শেই কলকাতা সফর বাতিল করা হয়েছে। তাঁর দীর্ঘ জীবন ও দ্রুত আরোগ্য কামনা করেন মমতা এবং মঞ্চে উপস্থিত অতিথিরা।এই বিষয়ে ট্যুইট করে কলকাতাবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন অমিতাভ বচ্চন। তিনি ট্যুইটারে লেখেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের জন্য কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু, শারীরিক অসুস্থতার জন্য শয্যাশায়ী রয়েছি। কলকাতাবাসী ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছে ক্ষমাপ্রার্থী। পরে অবশ্যই যাব’। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, মহেশ ভট্ট, রাখি গুলজার থেকে শুরু করে টলিউডের নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, অঙ্কুশ-সোহম…হাজির ছিলেন সবাই। রাজ চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
T 3543 – .. was to be in Kolkata for KIFF ,but a medical condition put me in bed .. apologies KIFF and the passionate people of Kolkata .. i shall make up some day .. sorry pic.twitter.com/5YvIe1VCgq
— Amitabh Bachchan (@SrBachchan) November 8, 2019