এই প্রথমবার মারাঠি ইন্ডাস্ট্রিতে বাঙালি জোটে কাজ হতে চলেছে। এর আগে যা কখনও ঘটেনি। এর আগে হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু ছবির শুটিং হয়েছে কলকাতায়। তবে কলকাতার বুকে এই প্রথমবার পুরোদস্তুর এক মারাঠি ছবির শুটিং হচ্ছে। ছবির ভাষা মারাঠি হলেও পরিচালক, সুরকার এমনকি নিবেদকও এক বাঙালি। শুভ বসু নাগ পরিচালিত এই ছবির নাম ‘অবাঞ্ছিত’। এই ছবির সঙ্গে বাংলার সংযোগ কিন্তু এখানেই ইতি নয়। কারণ, ‘অবাঞ্ছিত’তে অভিনয় করছেন দুই বাঙালি অভিনেতা- বরুণ চন্দ এবং রানা বসুঠাকুর। ‘ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট’ প্রযোজিত, প্রীতম চৌধুরি নিবেদিত এই ছবিতে সুর দিচ্ছেন অনুপম রায়। মূলত, আধুনিক এবং সাবেকি কলকাতা, নবীন-প্রবীণের সম্পর্ক নিয়েই তৈরি হচ্ছে ‘অবাঞ্ছিত’। এই ছবির বিষয়বস্তু মা-বাবার ভালবাসা, বন্ধুত্ব, রোম্যান্স, প্রবীণদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। যেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় মারাঠি অভিনেতা মোহন আগাসেকে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যোগেশ যোশি। ক্যামেরার নেপথ্যে আছেন অতুল জাগদাল। মারাঠি ছবির জন্য গান বাঁধতে পেরে অনুপম কিন্তু বেশ উচ্ছ্বসিত। তাঁর কথায়, “এই প্রথমবার মারাঠি ছবির জন্য গান বাঁধছি। বেশ কয়েকটা গান থাকছে। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। রোম্যান্টিক গান তো থাকছেই, তবে এবার একটা আইটেম নাম্বারও করছি। স্বানন্দ কারকারের সঙ্গে একটা গান রেকর্ড করলাম সম্প্রতি। যেই গানের লিরিকস সাজিয়েছেন ওমকার কুলকার্নি।”