কিং খান-কে পুরস্কার উৎসর্গ করলেন ইন্দোনেশিয়ান অভিনেতা মহম্মদ খান

২০১৯ সিত্রা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান ইন্দোনেশিয়ান অভিনেতা মহম্মদ খান। তিনি নিজের এই পুরস্কার বলিউড বাদশাহ শাহরুখ খানকে উৎসর্গ  করলেন। মঞ্চে পুরস্কার নিতে উঠে মহম্মদ বলেন, “একমাত্র কিং খানকে ধন্যবাদ জানাচ্ছি । আশা করব যে আপনি এই ভিডিয়ো দেখবেন । শাহরুখ জি আমি আপনাকে খুব ভালোবাসি । ১০ বছর বয়সে অভিনেতা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলাম শুধুমাত্র আপনার ছবি দেখে । আর সেই কারণেই আজ এই পুরস্কার আমি আপনাকে উৎসর্গ করলাম । আশা করি একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে ।” মঞ্চ ছাড়ার আগে শাহরুখের হিট গান ‘মেরে মেহবুব’ গানটি ঝরঝরে হিন্দিতে শোনান তিনি। টুইটারে এর উত্তরও দিয়েছেন কিং খান । পালটা টুইট করে শাখরুখ লেখেন, “তোমার সাফল্যে আমি খুব খুশি । খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব । সুন্দরভাবে জীবন কাটাও ।” পাশাপাশি ভিডিয়োটি তাঁর সামনে আনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাদশাহ।