কোনও কাজই ছোট নয়, একথাই মনে করাবে ‘কামিয়াব’

হিন্দি সিনেমায় পার্শ্বচরিত্রের অভিনেতাদের কদর কম। কিন্তু সেই পার্শ্বচরিত্রগুলিই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। যেগুলি মুখ্যের থেকেও কোনও অংশে কম গুরুত্বের নয়। তবে সেই পার্শ্বচরিত্রাভিনেতারা চিরকাল পাশেই থেকে যান। এক্সট্রা রোলের জন্যও অনেক অভিনেতা দর্শকমনে দাগ কেটে যান। সিনেমার পর্দায় এমন অনেক চরিত্র রয়েছে, যা সিনেমার বিষয়বস্তুটিকে কখনও হালকা ও ভারী করে তোলে। বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রোডাকশন সংস্থা রেড চিলি ইন্টারটেন্টমেন্টর অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কামিয়াব’-এর ফার্স্ট পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশ্যে আসতেই শাহরুখ সেই পোস্টার টুইট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কই রোল এক্সট্রা নেহি হোতা। আর্টিস্ট এক্সট্রাঅর্ডিনারি হোনা চাহিয়ে। ফির বানতি হে পিকচার Kaamyaab!’ ট্রেলারের প্রথমেই সুধীরের নানান অবতারের ছবি দেখা যায়। সেখানে একজন গ্যাংস্টার হয়েও মনে প্রাণে দারুণ ফিল্মি। এই ছবি প্রাণ, ললিতা পাওয়ার, শক্তি কাপুরের মতো বিশিষ্ট পার্শ্বচরিত্রগুলিকে মনে করিয়ে দেবে দর্শকদের। এই সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র। চলতি বছরের মার্চে সিনেমাটি মুক্তি পাবে।