গরমেই আসছে বেলা শুরু

বেলাশেষের পরেই বেলা শুরু। মাঝে কেটে গেছে পাঁচটা বছর। প্রায় বছর তিনেক আগে বেলা শুরু-র ঘোষণা করেছিলেন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তখন থেকেই দর্শকের উৎসাহ ছিল কবে আসবে এই সিনেমা। ২০১৫-তে ব্লকব্লাস্টার হয়েছিল বেলা শেষে। এবার অপেক্ষা বেলা শুরুর জন্য। এর মাঝে অবশ্য উইন্ডোজের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। বেশ কিছুবার মুক্তির দিনক্ষণ ঠিক হয়েও তা পিছিয়ে গিয়েছে। বেলা শুরুতেও টিমের তেমন কোনও পরিবর্তন হয়নি। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, মনামি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধাযায়, শঙ্কর চক্রবর্তী এবং অন্যরা। অবশেষে পরিচালকদ্বয় ঘোষণা করলেন এই গরমের ছুটিতেই আসছে বেলা শুরু।