প্রথমে সিরিয়াল তারপর সিনেমা, নিজের অভিনয় ক্ষমতায় দর্শকের মন জয় করে নিয়েছেন মিমি চক্রবর্তী। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে নির্বাচনী লড়াইয়ে পথে নেমেও মানুষের মন জয় করেছেন তিনি। নির্বাচনের পর বেশ কিছুদিন সিনেমা জগত থেকে বিরতি নিয়েছেন নায়িকা। তবে দর্শকদের একেবারে নিরাশ করছেন না মিমি। একটু অন্যভাবে দর্শকদের দরবারে ফিরছে তিনি। এবার নিজের গলায় গান শোনাবেন মিমি। তবে এই প্রথম নয় এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটি শোনা গিয়েছিল মিমি চক্রবর্তীর গলায়। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ইউটিউব চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন মিমি। যেখানে লাল পোশাকে ‘হট’ লুকে ধরা পড়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, অভিনেত্রীর নতুন এই ইউটিউব চ্যানেলে প্রথম দেখা যাবে মিমি নিজের গলায় গাওয়া গানের অ্যালবাম। হিন্দি ও ইংরাজি ভাষায় শোনা যাবে এই গান। আগামী সেপ্টেম্বর মাস থেকে দেখা যাবে সাংসদ অভিনেত্রীর ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের স্বপ্ন বহুদিনের। যে ইউটিউব চ্যানেলের জন্য বহু বিনিদ্র রাত কাটিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মিমি। অভিনেত্রীর কথায়, দিনরাত পরিশ্রমের পর তবে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন তিনি।