গুরুতর অসুস্থ মিশন মঙ্গল-এর পরিচালক জগন শক্তি

মিশন মঙ্গল-এর হাত ধরেই পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন জগন শক্তি। বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ছবিটি। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া এই ছবির মোট আয় ছাড়ায় ২০০ কোটি টাকা। চলতি মাসের শুরুতেই হংকং-এও মুক্তি পেয়েছে মিশন মঙ্গল। অগস্ট মাসেই জগন জানিয়েছিলেন তিনি আগামী ছবি ইক্কা-র চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন জগন। জগনের বন্ধুরা জানিয়েছেন তাঁদের সঙ্গে আড্ডা দিতে দিতে হঠাতই অজ্ঞান হয়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং খবর দেওয়া হয় পরিবারকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন জগন। জানা গিয়েছে তাঁর অবস্থা বেশ সংকটজনক।