‘গুলাব সিতাব’-র জন্য নয়া অবতারের অমিতাভ-আয়ুষ্মান

আগামী বছরেই মুক্তি পাবে পরিচালিক সুজিত সরকারের ‘গুলাব সিতাব’। এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চনকে। ‘গুলাব সিতাব’-এর চিত্রনাট্যকার হলেন জুহি চতুর্বেদী। গুলাব সিতাব হল উত্তর প্রদেশের একটি অত্যন্ত চলতি একটি রূপক। পরিচালকের কথায়, গল্পটি আদতে লখনৌয়ের। কিন্তু উত্তরপ্রদেশের এই দুটি শব্দের ব্যবহার রয়েছে। এই ছবি প্রসঙ্গে সুজিত বলেন, ‘জুহি আর আমি বেশ কিছু সময় ধরে একটা ভালো প্রজেক্টের উপর কাজ করি। সেখানে স্ক্রিপ্ট নিয়ে বিশেষ কাজ করি। তখনই জুহি একটা গল্প শোনায়। ওটা ওর ট্রেডমার্ক। আমি তখনই গল্পটা লিখে ফেলি। আমি অত্যন্ত অভিভূত হয়ে বন্ধু তথা প্রযোজক রনি (রনি লাহিড়ি)-কে জানাই। সেই সময়ই মিস্টার বচ্চন ও আয়ুষ্মানের সঙ্গেও শেয়ার করি’। ছবিতে বাড়িওয়ালার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ও ভাড়াটিয়ার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। লম্বা সাদা কোঁকড়ানো দাড়ি-গোঁফ। সাদা ভ্রূ প্রকাণ্ড নাকের ওপর হাই পাওয়ারের চশমা। কপালে বলিরেখা স্পষ্ট। মাথায় পরে থাকা ফেজ টুপির উপরই স্কার্ফ জড়ানো। গায়ে হালকা আকাশি কুর্তা। বেশ কয়েকমাস আগে অমিতাভ বচ্চনের এমন লুক প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। বিগ বি-র এই রূপ দেখে চমকে গিয়েছিলেন সিনেমাপ্রেমীরা। পরিচালকের কাছ থেকে প্রথমবার এই লুকটার কথা জানার পরই উৎসাহী হয়ে পড়েন অমিতাভ বচ্চন। এই চরিত্রে অভিনয় করাটা নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন তিনি। এই বিশেষ মেকআপটি করতে তাঁকে ৩ ঘণ্টা  সময় দিতে হত। শুধু তাই নয় বিদেশ থেকে বিশেষ টিম আনা হয়েছিল এই লুকটা তৈরি করার জন্য।   এবার প্রকাশ্যে এল ছবিতে আয়ুষ্মান খুরানার লুক। ছবিতে আয়ুষ্মানকে বাদামী রঙের চেক শার্ট ও সাদা পাজামা পরে থাকতে দেখা গেছে। তাঁর হাতে একটি ব্যাগ। তবে তাঁর সঙ্গে এই ছবিতে অমিতাভ বচ্চনের লুকের অবশ্য কোনও পরিবর্তন আসেনি। শুধু বদলে গিয়েছে তাঁর কুর্তার রং। বিগ বি ও আয়ুষ্মানের পিছনে কিছুটা দূরে দুই পুলিস কর্মীকে কথা বলতে দেখা যাচ্ছে। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ এদিন ট্যুইট করে ছবির নতুন মুক্তির দিনও ঘোষণা করেছেন। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গুলাব সিতাব’।