‘চেহরে’-র এক স্ক্রিনে অমিতাভ-ইমরান হাসমি

প্রকাশ্যে এল রুমি জাফরি পরিচালিত ‘চেহরে’-র পোস্টার। পোস্টার মুক্তির সঙ্গে জানা গেল ‘চেহরে’-র মুক্তির দিন। ২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে ‘চেহরে’। চলতি বছরের ১১ এপ্রিল ‘চেহরে’-র ঘোষণা করেন অমিতাভ বচ্চন। ইমরান হাসমি,পরিচালক রুমি ও প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেন। পোস্টারে অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে দাড়িতে ঝুঁটি, মাথায় উলের টুপি, কালো ফ্রেমের চশমা নিয়ে একেবারে সিরিয়াস লুকে।অন্যদিকে লেদার জ্যাকেট আর ট্রিম করা দাড়িতে স্মার্ট ইমরান হাসমি। এই পোস্টার দর্শকের মধ্যে যে একটা আলাদা প্রত্যাশা তৈরি করেছে তা বলাই বাহুল্য। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কৃতি খরবন্দা।

https://www.instagram.com/p/BwGgRECBPqD/?utm_source=ig_web_copy_link