ছাপাক-এর স্পেশাল স্ক্রিনিংয়ের পর বলি সেলেবদের প্রশংশা প্লাবন সোশ্যাল মিডিয়ায়

মুক্তির ঠিক একদিন আগে হয়ে গেল এবছরে প্রথম হিন্দি ছবি ‘ছাপাক’-এর স্পেশাল স্ক্রিনিং। স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রিত ছিলেন বলিউডের তারকারা। ৯ জানুয়ারি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন প্রযোজক-অভিনেত্রী দীপিকা পাডুকোন। স্ত্রীর পাশে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাতে দেখা গেল রণবীর সিং-কে। এসেছিলেন দু’জনের পরিবারও। সেলেবদের মধ্যে উপস্থিত হয়েছিলেন রেখা, স্বরা ভাস্কর, পরিচালক মেঘনা গুলজার, আরবাজ খান ও তাঁর প্রেমিকা জিওর্জিয়া আন্দ্রিয়ানি, জাভেদ আখতার, মনীষ মলহোত্রা, ইয়ামি গৌতম, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, কুণাল কাপুর, নীল নীতিন মুকেশের মতো তারকারা। ছাপাক দেখে মুগ্ধ তারকারা সোশ্যাল মিডিয়ায় উচ্চকন্ঠে প্রশংসা করলেন এই ছবির। শুক্রবার ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ছাপাক’।