ছেলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা শাহরুখ

সন্তানের সাফল্যে সর্বদাই গর্বিত হন বাবা-মায়েরা। তেমনই উচ্ছ্বসিত হলেন বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানও। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ কিং খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার সঙ্গেই বেশির ভাগ সময়ে দেখা গেছে তাকে। যত বড়ই অভিনেতা হন, তিনি তো বাবাও! পিতৃত্বের সেই বিশেষ অনুভূতি লুকিয়ে রাখলেন না বলিউড বাদশা। স্কুলের স্পোর্টসে ছোট ছেলে আব্রাম মেডেল জেতার পরেই আনন্দে ফেটে পড়েন বাবা শাহরুখ। সেই ঘটনা শেয়ার করেছেন টুইটে। আব্রামের স্কুলে ‘স্পোর্টস মিট’ ছিলো। আর সেখানেই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রূপা ও ব্রোঞ্জ পদক। ছেলের স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। মেডেল জেতার পর ছেলেকে নিয়ে ছবিও তোলেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন- ‘স্পোর্টসে আমার সোনার ছেলে রুপো আর ব্রোঞ্জ পদক জিতেছে।’ ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট ও লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানরাও।