জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার ভিডিও লাইক করে বিতর্কিত অক্ষয় কুমার

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেই ভিডিওটিতে লাইক করে ফেলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আর তারপর থেকেই তোলপাড় হতে শুরু করে নেটদুনিয়া। রীতিমতো নেটিজনেদের ক্ষোভের মুখে পড়তে হয় আক্কি-কে। যদিও পরে ভিডিওটি থেকে লাইক তুলে নেন অভিনেতা। অক্ষয় কুমারের মতো একজন মানুষ কীভাবে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ভিডিও-এ লাইক করতে পারেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন৷ এমনকী, বয়কট কানাডিয়ান অক্ষয় কুমার বলে ইন্টারনেটে ট্রেন্ডিং হতে শুরু করে। অক্ষয়ের ‘ভুলবশত’ মন্তব্য ধার করেই অনেকে তাঁকে কটাক্ষ করে লিখেছেন, ‘ভুলবশত দেশপ্রেমিক’। কেউ লিখেছেন, ‘আপনি একটু লজ্জা পান।’ নেটিজেনদের প্রশ্নবাণের মুখে পড়ে শেষ পর্যন্ত এ বিষয়ে নিজের মতামত জানান অক্ষয় কুমার৷ টুইট করে তিনি জানান, ‘জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে করা ওই পোস্টটিতে আমি যে লাইক দিয়েছি, তা ভুলবশত। আমি মোবাইল ঘাঁটছিলাম, সেইসময়ই ভুলবশত আমি লাইক অপশনটি প্রেস করে দিই। যখনই আমি তা বুঝতে পারি, সঙ্গেসঙ্গে আমি ‘ডিসলাইক’ করে দিই। কারণ এই ধরণের আন্দোলনকে আমি একেবারেই সমর্থন করি না।’