‘জুবেদা’-র সিক্যুয়েলে একসঙ্গে করিশ্মা-করিনা

আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন করিশ্মা কাপুর। আর শুধু ফিরছেন তাই নয়। জুটি বাঁধছেন বোন করিনার সঙ্গেও।২০০১ সালে মুক্তি পেয়েছিল শ্যাম বেনেগাল পরিচালিত ছবি জুবেদা। ছবিটি জাতীয় পুরস্কারও পায়। ছবিতে করিশ্মা ছাড়াও দেখা গিয়েছিল রেখা, মনোজ বাজপেয়ী, শক্তি কাপুর, ফরিদা জালাল, সুরেখা সিক্রি সহ আরও অনেকে। ‘জুবেদা’ ছবিতে করিশ্মার অভিনয় নজর কেড়েছিল। শোনা যাচ্ছে, ‘জুবেদা’ ছবির সিক্যুয়েল দিয়েই বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন করিশ্মা। সূত্রের খবর, লেখক ও সিনেমা নির্দেশক খালিদ মহম্মদ ‘The Imperfect Prince’ বলে একটি উপন্যাস নিয়ে কাজ করছেন। যেটি ‘জুবেদা’ সিকুয়েল হিসাবে আসতে চলেছে বলে খবর। খালিদ মহম্মদ নিজেই ‘জুবেদা’ ছবির সিকুয়েলে দুই বোন করিশ্মা ও করিনা কাপুরকে কেন্দ্রীয় ভূমিকায় দেখতে চাইছেন বলে খবর।