#WATCH Delhi: Deepika Padukone greets Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh at the university, during protest against #JNUViolence. (earlier visuals) pic.twitter.com/aFzIF10HI2
— ANI (@ANI) January 7, 2020
জেএনইউ ক্যাম্পাসে এলেন দীপিকা পাড়ুকোন, দেখা করলেন ঐশীর সঙ্গে
নয়াদিল্লিঃ পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার সোজা জেএনইউ-তে পৌঁছে গেলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন । কোনও কথা নয়, কোনও বক্তব্য নয় । নতমস্তকে ঠায় দাঁড়িয়ে রইলেন পড়ুয়াদের পাশে । বুঝিয়ে দিলেন, লম্বা চওড়া ডায়লগ নয়, শুধুমাত্র পড়ুয়াদের উপর ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতেই তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি । জেএনইউ-র সবরমতী টি-স্টলের সামনে পড়ুয়াদের জমায়েতে মিনিট দশেক ছিলেন তিনি । এরপরেই দেখা করেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে । উল্লেখ্য, রবিবার রাতের জেএনইউ ক্যাম্পাসে হামলায় ঐশী ঘোষের গুরুতর জখম হয়েছিলেন। দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফেটে গিয়েছিল ঐশীর । তবে হাল ছাড়েননি । ২৪ ঘণ্টা পেরনোর আগেই ১৬টি সেলাই নিয়ে ফিরে এসেছিলেন প্রতিবাদ মঞ্চে। তার হাতেও প্লাস্টার।