ডবল ধামাকা দিতে তৈরি হচ্ছেন সিদ্ধার্থ মলহোত্রা

নিজের নতুন প্রজেক্টের কথা ঘোষণা করলেন সিদ্ধার্থ মলহোত্রা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান তিনি। হিট তামিল ছবি ‘থাডাম’-এর অফিশিয়াল হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে। এই ছবিতে ডবল রোলে পাওয়া যাবে সিদ্ধার্থকে। টি সিরিজ এবং সিনে ১ স্টুডিয়োজ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বর মাসেই। সিদ্ধার্থ নিজে এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই খবর প্রকাশ করলেও প্রযোজক ভূষণ কুমার এবং মুরাদ খেতানি এই নিয়ে এখনও মুখ খোলেননি। ‘মরজাঁওয়া’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল সিদ্ধার্থ-কে।