তৈমুরের জন্মদিনের আগাম পার্টিতে হাজির বি-টাউন

২০১২ সালে বিয়ে করেছিলেন করিনা কাপুর ও সইফ আল খান। ২০ ডিসেম্বর ২০১৬ সালে জন্ম হয় তাঁদের পুত্র তৈমু্রের। আজ বলিউডের ছোটে নবাবের তিন বছরের জন্মদিন। তবে একদিন আগে থেকেই নবাব পরিবারে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। তৈমুরের জন্মদিন উপলক্ষে পতৌদি প্যালেসে এক আলিশান পার্টির আয়োজন করেছিলেন সইফ-করিনা। কেক কাটা থেকে শুরু করে তুমুল খাওয়া দাওয়া সবই চলল রাতভোর ৷হাজির ছিলেন তৈমুরের মাসি করিশ্মা কাপুর। করিনার মা ববিতা। করিশমার দুই সন্তানও এসেছিল পার্টিতে। পিসি সোহা আলি খান ৷ হাজির ছিলেন করণ জোহর, সঙ্গে তাঁর দুই সন্তান ৷ জেনেলিয়া ডিসুদা ও রীতেশ দেশমুখও হাজির ছিলেন পার্টিতে। অন্যদিকে, ভাইয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন সারা আলি খান৷ তৈমুরের সঙ্গে কাটানো কিছু আন্তরিক মুহূর্তের ছবির সঙ্গে এক আদুরে শুভেচ্ছা জানান সারা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে লিটল টিমটিম…’।

https://www.instagram.com/p/B6QUe96HMo6/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6QPXPHHbzG/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6QHa6YnjLL/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6QLKemHgIP/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6QrmQ6h8XA/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6QlOelBnAY/?utm_source=ig_web_copy_link