‘থাপ্পড়’-কে “মাস্ট ওয়াচ” তকমা দিলেন আয়ুষ্মান

“মাস্ট ওয়াচ” তকমা দিয়ে সবাইকে ‘থাপ্পড়’ দেখার পরামর্শ দিলেন আয়ুষ্মান খুরানা। শুধু আয়ুষ্মান নয়, তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপও মুগ্ধ ‘থাপ্পড়’ দেখে। ছবি দেখে আয়ুষ্মান তাঁর প্রতিক্রিয়া জানালেন সোশাল মিডিয়ায়। লিখলেন, “এই প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি ‘থাপ্পড়’ ।” পরিচালক অনুভব সিনহাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন আয়ুষ্মান। পেশায় পরিচালক তাহিরা লিখলেন, “‘থাপ্পড়’ একটা অসাধারণ ফিল্ম । তবে নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই ছবি দেখলে তবেই উদ্দেশ্য স্বার্থক হবে । অনুভব সিনহা, আপনার ফিল্মমেকিংটাই একটা মাস্টার ক্লাস যেন । তাপসী এতটাই সহজ যে, তাঁর প্রতিটা অস্বস্তিও রিলেট করার মতো ।” ‘থাপ্পড়’ মুক্তি পাওয়ার পর থেকে চারপাশে ফিল্মের জয়জয়কার । দর্শক হোক বা সমালোচক, প্রত্যেকেই এক বাক্যে মেনে নিয়েছেন যে, এই সময়ের জন্য সবদিক থেকে একেবারে উপযুক্ত এবং নিখুঁত ছবিটি। প্রথম দিনে ‘থাপ্পড়’-এর বক্স অফিস কালেকশন ৩.০৭ কোটি টাকা।