দাবাং ৩-এর রোম্যান্টিক গান দিলেন সলমান

দাবাং ৩-এর নতুন গান প্রকাশ করলেন সলমান খান। দাবাং ৩-এর জোর প্রমোশন করছেন ভাইজান। ভারত ছবির মুক্তি থেকেই সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এই গানে মহেশ মঞ্জারেকরের মেয়ে সাইয়ি মঞ্জারেকরের সঙ্গে রোম্যান্টিক মুডে দেখা গেল চুলবুল পাণ্ডেকে। ‘ন্যায়না লাড়ে’ এই গানটি গেয়েছেন জাভেদ আলি। আজ দাবাং ৩-এর নতুন গানের ইউটিউব লিংক ট্যুইট করলেন সলমান। পাশাপাশি লিখলেন, এই হল আমাদের রোম্যান্টিক আন্দাজ, শুনুন আর মজা নিন।