টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো মিত্র। জনপ্রিয় সব সিরিয়ালের দৌলতে টেলিদর্শকদের অন্দরমহলে রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। রবি ওঝার ‘খেলা’ দিয়েই ছোটপর্দায় পা রাখেন। এর আগে ‘মোহনা’, ‘বউ কথা কও’-সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০০৯ সালে শেষ ‘সময়’-এ দেখা গিয়েছিল তাঁকে। তারপর একের পর এক ভাল ছবিতে কাজ করে নিজের অভিনয় ক্ষমতার পরিচয় দিয়েছেন তিনি। বর্তমানে বাংলা সিনেমার জনপ্রিয় নাম পার্নো। ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘সাহেব বিবি গোলাম’, ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ এবং ‘আহারে মন’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন পার্নো। সিনেমায় ডেবিউ করার পর ছোটপর্দায় আর দেখা যায়নি তাঁকে। তবে এবার বছর দশেক পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী পার্নো মিত্র। পরিচালকজুটি শৈবাল বন্দ্যেপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়-এর হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন তিনি। নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে পার্নো অভিনীত এই ধারাবাহিক। সিরিয়ালের নাম ‘কোড়া পাখি’। আগামী ১৩ জানুয়ারি থেকে স্টার জলসায় রাত ৯টায় এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। সম্প্রতি মুক্তি পেল তার প্রোমো। এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন পার্নো।গ্রাম থেকে উঠে আসা এক লড়াকু আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যে কলকাতার নামী সংবাদ সংস্থার সাংবাদিক হতে চায়। যাঁর চরিত্রের নাম আমন। প্রোমোতে পার্নোকে আদিবাসী ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে। এই ভাষা স্টার জলসার আরেকটি সিরিয়াল ‘ইষ্টি কুটুম’-এর কথা মনে করিয়ে দিল। সেই ধারাবাহিকের মতো এখানেও নায়কের ভূমিকায় থাকছেন ঋষি কৌশিক। পার্নোর বিপরীতে রয়েছেন তিনি। এই প্রথম অনস্ক্রিন ঋষি-পার্নো জুটিকে দেখতে চলেছে দর্শক। ‘কুসুমদোলা’র পর কিছু দিনের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন ঋষি। তবে এবার পরিচালকজুটি লীনা-শৈবালের ধারাবাহিক দিয়েই ফিরতে চলেছেন তিনি।