‘দুর্গাবতী’-তে ফের জুটিতে অক্ষয়-ভূমি

‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমার-ভূমি পেডনেকর। তাঁদের জুটি দর্শক বেশ পছন্দও করেছিল। এবার আবার তাঁরা জুটি বাঁধতে চলেছেন। তবে নায়ক-নায়িকা হিসেবে নয়। অক্ষয় টুইটারে পরবর্তী ফিল্মের প্রেজেন্টার হিসেবে একটি পোস্টার শেয়ার করেছেন। সেই ফিল্মেই মুখ্যচরিত্রে থাকবেন ভূমি। তাঁকে যে চরিত্রে দেখা যাবে তার নাম দুর্গাবতী। ভূমির চরিত্রের নামেই ছবির নাম- ‘দুর্গাবতী’। ছবিটি একটি স্কেয়ারি থ্রিলার।  অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অক্ষয় কুমার। এবার প্রোডাকশনের প্রেজেন্টার হিসেবেও সফলতার মুখ দেখছেন খিলাড়ি অভিনেতা। অক্ষয়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সবাই সবার সামনে একটি করে বোর্ড নিয়ে আছেন। অক্ষয়ের হাতে যে প্ল্যাকার্ডটি রয়েছে, সেখানে লেখা আছে ‘প্রেজেন্টার’। আর ভূমির হাতে যেটি রয়েছে, সেখানে লেখা ‘হিরো’। ছবিটি পরিচালনা করবেন অশোক। মুভিটির শ্যুটিং শুরু হবে ২০২০ সালে।