দ্য বার্নিং ট্রেন-এর রিমেক বানাবেন জ্যাকি বাগনানি

১৯৮০ সালে মুক্তি পেয়েছিল রবি চোপড়ার বিখ্যাত সিনেমা দ্য বার্নিং ট্রেন। এবার সেই সিনেমার রিমেক বানাবেন পরিচালক জ্যাকি বাগনানি। প্রযোজক জুনো চোপড়ার সঙ্গে জুটি বেঁধে এই সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা ঘোষণা করেন জ্যাকি। দ্য বার্নিং ট্রেনে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, জিতেন্দ্র, বিনোদ খান্না, পারভিন বিবি, নীতু সিং, বিনোদ মেহরা ও ড্যানি-সহ প্রমুখরা।  তবে রিমেকে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।