নওয়াজের হাতে তুলে দেওয়া হল গোল্ডেন ড্রাগন পুরস্কার

দেশের দর্শকের মন আগেই জয় করেছিলেন তিনি। নন গ্ল্যামারস হয়েও শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়েই যে দর্শককে খুশি করা যায়, তা বারবার প্রমাণ করে দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। বিভিন্ন ধারার ছবিতে নানা ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। দর্শক থেকে ফিল্ম সমালোচক সবার মন জিতে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। নেটফ্লিক্স-এর সেক্রেড গেমস এবং বিবিসি ইউকে-র McMafia-র দৌলতে আন্তর্জাতিক মঞ্চেও এখন নওয়াজ এক পরিচিত নাম। তাঁর অভিনয় দক্ষতাকে এবার স্বীকৃতি জানালেন কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব কর্তৃপক্ষ। নওয়াজের হাতে তুলে দেওয়া হল গোল্ডেন ড্রাগন পুরস্কার। কার্ডিফে আয়োজিত একটি অনুষ্ঠানে নওয়াজের হাতে এই পুরস্কার তুলে দেন ওয়েলস-এর কনসাল জেনারেল মিক আন্তোনিউ। নওয়াজের সঙ্গে একই মঞ্চে লাইফটাইম পুরস্কারে ভূষিত করা হয় প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চ-কে। পুরস্কার পাওয়ার পর নওয়াজউদ্দিন ট্যুইট করে আরও একবার ধন্যবাদ জানান কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব কর্তৃপক্ষ এবং ওয়েলস-এর কনসাল জেনারেলকে।