নটরাজ পোজে হিট রণবীর

রণবীর সিং যখন যে চরিত্রে অভিনয় করেছেন তখন তাতেই মাত হয়েছেন দর্শক। আলাউদ্দিন খিলজি, গালিবয় বা বাজীরাও সব রণবীরের রূপেই চমৎকৃত হয়েছে  ফ্যানরা।  রাবের তিনি মাত করতে আসছেন কপিল দেবের ভূমিকায়।  কপিলদেবের ভূমিকায় ৮৩ সিনেমায়  অভিনয় করেছেন রণবীর সিং৷ কপিলদেবের সঙ্গে রণবীরের অদ্ভুত মিল দেখে আগেই চমকে উঠেছিলে সকলেই। ছবির ফার্স্ট লুক পোস্টার দর্শকের মন জয় করে নিয়েছিল। সেই আবেশ জিইয়ে রেখে ছবির নির্মাতারা এবং রণবীর সিং নিজে শেয়ার করলেন প্রথম স্টিল। কোঁকড়ানো চুল, মোটা গোঁফ, ভারতীয় দলের সাদা বিশ্বকাপ ইউনিফর্মে রণবীরকে বিখ্যাত নটরাজ পোজে দেখা গেল। এই ছবি সামনে আসতেই দর্শকদের মধ্যে ৮৩ নিয়ে উৎসাহ বেরে গেল কয়েকগুন। এই সিনেমার আরও এক চমক হল কপিল দেবের স্ত্রীর ভূমিকাতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে চিরাগ পাতিল, হার্ডি সান্ধু, অ্যামি ভির্ক, সাকিব সালেম, পঙ্কজ ত্রিপাঠী, সরতাজ সিং, তাহির রাজ ভসিন এবং জিভা। ঐতিহাসিক ৮৩-এর বিশ্বকাপে ভারতীয় দলকে অভাবনীয় জয় এনে দিয়েছিল তত্‍কালীন অধিনায়ক অনন্য নেতৃত্ব। তার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে কবীর খান পরিচালিত এই ছবি। ২০২০ সালের ১০ এপ্রিল ৮৩ মুক্তি পাওয়ার কথা।