নতুন বব বিশ্বাসকে না পসন্দ নেটিজনেদের

সুজয় ঘোষের পরিচালনায় ২০১২ সালে বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট। সেসময় ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল ছবিটি। ছবিটিতে কেন্দ্রীয় ভূমিকায় বিদ্যা বালান হলেও দর্শকদের মনে সবথেকে বেশি দাগ কেটেছিল খলনায়ক ‘বব বিশ্বাস’ অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রটিই। ”নমস্কার, আমি বব বিশ্বাস বলছি”, শান্ত স্বরে এই কথা বলার সঙ্গে সঙ্গে খুন করে ফেলত চরিত্রটি। ইতিমধ্যে ‘কাহানি’র সেই আইকনিক চরিত্র ‘বব বিশ্বাস’-কে পর্দায় ফিরিয়ে আনার কথা শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলির তরফে টুইট করে জানানো হয়েছে। সুজয় ঘোষের ‘বদলা’র পর রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অন্যতম বড় প্রোজেক্ট হতে চলেছে বব বিশ্বাস। এবার ‘কাহানি’র  আইকনিক চরিত্রটি বব বিশ্বাসকে নিয়েই গোটা একটা ছবি বানানোর পরিকল্পনা করে ফেলেছেন শাহরুখ। তবে শাশ্বত চট্টোপাধ্যায় নয়, এবার বব বিশ্বাস হচ্ছেন অভিষেক বচ্চন। যদিও বব বিশ্বাসের চরিত্রে অভিষেকের অভিনয় করার খবর হতাশ অনেক সিনেমাপ্রেমীই।  অনেকেই এই চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কেই আবারও দেখার দাবি জানিয়েছেন।